নিজস্ব প্রতিবেদক
যশোরের পাঁচ উপজেলা ও পৌর শাখা আওয়ামী লীগের আংশিক কমিটির মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই। কিন্তু জেলা আওয়ামী লীগের সমন্বয়হীনতার কারণে পূর্ণাঙ্গ কমিটি করা যায়নি। তবে এখন কমিটিগুলো পূর্ণাঙ্গ করার উদ্যোগ নেয়া হয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে আগামীকাল এক ফেব্রুয়ারি সভায় মিলিত হতে যাচ্ছেন নেতৃবৃন্দ।
জানতে চাইলে যশোর জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপির নির্দেশে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে সভা আহ্বান করা হয়েছে। এতে যশোর সদর, মণিরামপুর, অভয়নগর, বাঘারপাড়া, ঝিকরগাছা উপজেলা এবং যশোর পৌর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে উপস্থিত থাকার জন্য মুঠোফোনে জানানো হয়েছে। সেখানে সংশ্লিষ্ট আসনের এমপিরাও উপস্থিত থাকবেন। শার্শা, চৌগাছা ও কেশবপুরের কমিটির বিষয়ে অবশ্য পরে সিদ্ধান্ত নেবেন নেতৃবৃন্দ।
সূত্র মতে, ২০১৪ সালের ১৮ ডিসেম্বর সম্মেলন হয়েছে ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের। এতে সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল সভাপতি, রমজান শরীফ বাদশা সহসভাপতি, মুছা মাহমুদ সাধারণ সম্পাদক ও মনিরুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। ত্রি-বার্ষিক এই সম্মেলনে আংশিক কমিটি গঠনের পর কেটে গেছে আট বছর। কিন্তু পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি।
২০১৮ সালের ১০ মার্চ অধ্যক্ষ মাহামুদুল হাসানকে সভাপতি ও প্রভাষক ফারুক হোসেনকে সাধারণ সম্পাদক করে মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের আংশিক কমিটি গঠন করা হয়। ২০১৯ সালের ৯ নভেম্বর অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে এনামুল হক বাবুল সভাপতি ও সরদার অলিয়ার রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
২০১৯ সালের ১৬ নভেম্বর যশোর সদর উপজেলা ও পৌর শাখার সম্মেলন হয়। ব্যালটের মাধ্যমে সদর উপজেলা শাখায় মোহিত কুমার নাথ সভাপতি ও শাহারুল ইসলাম সাধারণ সম্পাদক এবং পৌর শাখায় অ্যাডভোকেট আসাদুজ্জামান সভাপতি ও মাহমুদ হাসান বিপু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।
আরও পড়ুন: আজকের শিক্ষার্থীদের হাত ধরেই প্রতিষ্ঠিত হবে স্মার্ট বাংলাদেশ : আফিল উদ্দিন এমপি
২০১৯ সালের ১৭ নভেম্বর বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে এমপি রণজিত কুমার রায়কে সভাপতি ও হাসান আলীকে সাধারণ সম্পাদক করা হয়। এসব জায়গায় পূর্ণাঙ্গ কমিটি গঠনে বিভিন্ন সময় উদ্যোগ নেওয়া হলেও ভেস্তে গেছে।
দলীয় সূত্র মতে, কেন্দ্র থেকে নির্দেশনা ছিল ২০২২ বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে উপজেলা ও পৌর শাখার আংশিক সব কমিটির পূর্ণাঙ্গ তালিকা পাঠােেনার। কিন্তু সমঝোতার অভাবে সেটা হয়নি। এক পর্যায়ে গত বছরের ৩১ মে যশোর পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু এবং ১ জুন অভয়নগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এনামুল হক বাবুল ও সাধারণ সম্পাদক সরদার ওলিয়ার রহমান জেলা নেতৃবৃন্দের অনুমোদন ছাড়াই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেন। যা প্রেস বিজ্ঞপ্তি আকারে বিভিন্ন গণমাধ্যমে প্রেরণ করা হয়েছিল। আর একই বছরের ৩০ জুলাই জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন এককভাবে মণিরামপুর ও ঝিকরগাছা উপজেলা পূর্ণাঙ্গ কমিটিতে স্বাক্ষর করে পত্রিকার দপ্তরে প্রেরণ করেন। এতে জেলা সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের স্বাক্ষর ছিল না। এ নিয়ে তখন ব্যাপক বিতর্ক হয়েছিল।
বিতর্ক থামাতে দুইদিন পর (গত বছরের ২ আগস্ট) কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত) বিএম মোজাম্মেল হক যশোর জেলা নেতৃবৃন্দকে ঢাকায় ডেকে বৈঠবে বসেন। সেখানে পূর্ণাঙ্গের নামে যে তালিকা প্রকাশ করা হয় তা বাতিল করা হয়। একই সাথে শোকের মাস আগস্ট শেষে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন বিএম মোজাম্মেল। এরই অংশ হিসেবে পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে জেলা আওয়ামী লীগ।
জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন মুঠোফোনে বলেন, পূর্ণাঙ্গ কমিটি গঠনে কেন্দ্রের নির্দেশ রয়েছে। এজন্য সভা আহ্বান করা হয়েছে। যশোর সদর ও পৌর, মণিরামপুর, অভয়নগর, বাঘারপাড়া ও ঝিকরগাছা উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সংশ্লিষ্ট শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত থাকবেন। এ বিষয়ে বক্তব্য নিতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এমপি শাহীন চাকলাদারকে ফোনে পাওয়া যায়নি।
যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম বলেন, শাখা সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়ে জেলা আওয়ামী লীগ সভা আহ্বান করেছে। তাকে উপস্থিত থাকতে বলেছেন। তিনি আরও বলেন, উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় তারা ইউনিয়ন কমিটি গঠনের কাজ শুরু করতে পারেননি। যত দ্রুত পূর্ণাঙ্গ কমিটি হবে ততই ভাল।
প্রসঙ্গত, যশোর জেলা আওয়ামী লীগ কার্যত দুই ভাগে বিভক্ত। এক ভাগের নেতৃত্বে জেলা কমিটির সভাপতি শহিদুল ইসলাম মিলন এবং অপর অংশের নেতৃত্বে যশোর-৬ আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।
আরও পড়ুন: চৌগাছার সদর ইউনিয়ন আ.লীগের ঘোষিত কমিটি বাতিল