বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
যশোরের বাঘারপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে যাত্রীবাহী একটি বাস। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৩০ জুন) দুপুরে উপজেলার যশোর-নড়াইল মহাসড়কের করিমপুরে এ দুর্ঘটনা ঘটে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান রকিব জানান, খুলনার পাইকগাছা থেকে ঢাকাগামী যমুনা লাইনের একটি বাস রোববার দুপুর ১২টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে সামনের চাকা ব্লাস্ট হয়ে যায়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে অজ্ঞাতপরিচয়ের অন্তত ১০ জন যাত্রী আহত হন।
আহতদেরকে উদ্ধার করে নড়াইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
