নিজস্ব প্রতিবেদক
খুলনা-যশোর মহাসড়কের খানজাহান আলী থানার পথেরবাজার চেকপোস্টে বাসে তল্লাশি চালিয়ে বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩০ মার্চ) রাত সোয়া ১১টায় দিকে তক্ষকটি উদ্ধার করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
পুলিশ জানায়, মেহেরপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী বাসটি পথের বাজার এলাকায় এলে তল্লাশি চালিয়ে বাসের বাঙ্কারের মধ্য থেকে একটি প্লাস্টিকের বক্সে থাকা তক্ষকটি উদ্ধার করা হয়। তবে প্রাণীটি কে নিয়ে এসেছে তাকে শনাক্ত করা যায়নি। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পথের বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক কামরুল হুদা নাইম বলেন, ‘পুলিশ চেকপোস্টে নিয়মিত তল্লাশি কার্যক্রম চলছিল। রাত সোয়া ১১টার দিকে মেহেরপুর থেকে ছেড়ে আসা একটি বাস খানজাহান আলী থানার পথের বাজার এলাকায় পৌঁছালে তাতে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের বাঙ্কারের মধ্য থেকে একটি প্লাস্টিকের বক্সে থাকা তক্ষকটি উদ্ধার করা হয়। তবে এটি কে এনেছে তাকে শনাক্ত করা যায়নি। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তক্ষকটি বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। দ্রুত আনুষ্ঠানিকভাবে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদফতরের কাছে হস্তান্তর করা হবে।’