নিজস্ব প্রতিবেদক
যানজট যশোর শহরের নিত্যদিনের চিত্র। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী-অভিভাবক, অফিসমুখী মানুষ ও রোগীরা চরম বিপাকে পড়ছেন। যানজটমুক্ত ও নিরাপদ যাতায়াতের শহর চেয়ে স্বল্প ও দীর্ঘমেয়াদী ৮ দফা প্রস্তাবনা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা জনউদ্যোগ যশোর। বৃহস্পতিবার সকালে শহরের ঘোপ নওয়াপাড়া রোডে সংগঠন কার্যালয়ে মিডিয়া ক্যাম্পেইনে প্রস্তাবনা তুলে ধরা হয়।
স্বল্পমেয়াদী ৫ প্রস্তাবনার মধ্যে রয়েছে, শহরের সব সড়কে একমুখী যাতায়াত ব্যবস্থা চালু করা। বৈধ যানবাহন চলাচল নিশ্চিত করতে লাইসেন্সবিহীন যান কঠোরভাবে নিয়ন্ত্রণ ও শহরে পাবলিক পরিবহন চালুসহ সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা ও উন্মুক্ত ফুটপাত নিশ্চিত করা। দীর্ঘমেয়াদী ৩ প্রস্তাবনার মধ্যে রয়েছে, শহরে ফুটওভার ব্রিজ ও আন্ডারপাস এবং ফ্লাইওভার নির্মাণ করা। এছাড়া পরিকল্পিত বাজার ব্যবস্থাপনা ও শিক্ষাপ্রতিষ্ঠানের সময় সূচি তৈরি করা।
লিখিত বক্তব্যে বলা হয়, এ শহরে প্রয়োজনের তুলনায় বেশি চলছে রিকশা, ইজিবাইক ও থ্রি-হুইলার। পৌর কর্তৃপক্ষের হিসেবে ১৫শ রিকশা ও তিন হাজার লাইসেন্সধারী ইজিবাইক রয়েছে। কিন্তু চলছে তার তিনগুণ। তাই এ শহরে পথচলতে প্রতিনিয়িত দুর্ভোগ পোহাচ্ছেন জনগণ। ফুটপাতগুলো হকারদের দখলে চলে যাওয়ায় জনগণ ব্যবহার করতে পারছেন না।
এছাড়া রিকশা ও ইজিবাইকগুলো চলছে বেপরোয়া ও নিয়ন্ত্রণহীনভাবে। ইতোমধ্যে এ শহরে একজন চিকিৎসকসহ বেশ কয়েকজন ইজিবাইক দুর্ঘটনায় অকালে প্রাণ হারিয়েছেন। কিছুদিন আগে একজন নারী আইনজীবীর সাথে এক রিকশা চালকের অপ্রীতিকর ঘটনা ঘটেছে। স্মার্ট যশোর গড়তে এখনই কর্তৃপক্ষের পরিকল্পনা করে এগুনো উচিৎ বলে মনে করছে জনউদ্যোগ। এজন্য তারা স্বল্প ও দীর্ঘমেয়াদী ৮ দফা প্রস্তাবনা উপস্থাপন করেছেন।
মিডিয়া ক্যাম্পেইনে বক্তব্য রাখেন জনউদ্যোগের আহ্বায়ক প্রকৌশলী নাজির আহমেদ, সংগঠনের সদস্য বীরমুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলা, মাহাবুবুর রহমান মজনু। উপস্থিত ছিলেন, জনউদ্যোগের যুগ্ম আহ্বায়ক নারী নেত্রী অধ্যাপক সুরাইয়া শরীফ, ধনঞ্জয় বিশ^াস, অ্যাড. কামরুন নাহার কণা, শাহজাহান নান্নু, আইইডি যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বীথিকা সরকার, সদস্য সচিব কিশোর কুমার কাজল প্রমুখ।