নিজস্ব প্রতিবেদক
যশোরের জননন্দিত সাবেক জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন। তাকেসহ ২২১ কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়ে গত ৪ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।
তমিজুল ইসলাম খান বর্তমানে সরকারের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে দায়িত্ব পালন করছেন। গত ২৪ জুলাই তিনি যশোরের নতুন ডিসি মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের কাছে দায়িত্ব বুঝে দেন। একই দিনে তিনি (তমিজুল ইসলাম) যশোর ত্যাগ করেন।
২০২০ সালের ৭ জুলাই যশোর কালেক্টরেটের ১৩৩ তম জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন ২২ তম ব্যাচের কর্মকর্তা মো. তমিজুল ইসলাম খান। যশোরে তিন বছর দায়িত্ব পালনের সময় এই জেলার শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষা বিকাশে অবদান রেখে মানুষের হৃদয়ে স্থান করে নেন। বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠায় বিদায় বেলায় পেয়েছিলেন ‘সুধী সংবর্ধনা’।
তার কর্মের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানিয়ে সেই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য মানুষকে স্ট্যাটাস দিতে দেখা যায়। সোমবার তার পদোন্নতির খবরে এ জেলার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।