নিজস্ব প্রতিবেদক :
মাগুরা সরকারি বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী প্রথমা জামান। যশোরে অনুষ্ঠিত শেখ কামাল দ্বিতীয় যুব গেমসের খুলনা বিভাগীয় পর্যায়ের দাবায় দারুণ সাফল্য দেখিয়েছেন। বালিকা এককের র্যাপিড ও ব্লিজ দুই বিভাগেই সেরা হয়ে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পেয়েছেন। দলগত বিভাগের তার দল মাগুরা রানার্সআপ হলেও চার ম্যাচের কোনটিতেই হারেনি প্রথমা।
মাগুরার সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগি অধ্যাপক মনিরুজ্জামানের বড় মেয়ে প্রথমা। বিভাগীয় পর্যায়ে সাফল্য দেখানো প্রথমা এখন জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে।
এর আগে বাংলাদেশ শিশু একাডেমির আয়োজিত প্রতিযোগিতায় খুলনা বিভাগীয় পর্যায়ে অংশ গ্রহনই ছিল সেরা সাফল্য।
বাবার কাছ থেকে দাবার প্রথম পাঠ নেয়া প্রথমবা বলে, আমার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তঃহল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল। বাবার কাছ থেকে দাবা শিখেছি। যেহেতু খুলনা বিভাগীয় পর্যায়ের সেরা হয়েছি এখন স্বপ্ন দেখছি জাতীয় পর্যায়ের সেরা হওয়ার।