নিজস্ব প্রতিবেদক
ছিনতাইয়ের টাকা ভাগবাটোয়ারা নিয়ে যশোর শহরের নাজির শংকরপুর হাজারি গেট এলাকার একটি ক্লাবে রমজান আলী নামে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগে কোতোয়ালি থানায় শুক্রবার মামলা হয়েছে। মামলায় চারজনকে আসামি করা হয়েছে। পুলিশ এই মামলায় দুইজনকে আটক করেছে। আটক দুইজন হলো, ওই এলাকার লাভলু ওরফে লাবু ও সালমান (৩৫)। অন্য আসামিরা হলো, আইয়ুব হোসেন ও মুসা ।
রমজান মোড়লের পিতা হারুন অর রশিদ মামলায় উল্লেখ করেছেন, আসামিদের সাথে তার ছেলে রমজানের পূর্ব শত্রুতা ছিলো। সে কারণে প্রায় সময় আসামিরা তার ছেলেকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও ক্ষতির হুমকি দিতো। গত ১৭ জুন সকালে তার ছেলে কর্মস্থল ঢাকা থেকে বাড়িতে আসে। পরদিন গভীর রাতে আসামিরা তার বাড়ির মধ্যে যায় এবং নাম ধরে ডাকতে থাকে। একই সাথে গালিগালাজ করতে থাকে। পরে তার ছেলেকে ধরে নিয়ে গিয়ে হাজারি গেটের পাশের একটি ক্লাব ঘরের মধ্যে নিয়ে যায়। সেখানে নিয়ে বেদম মারপিট করে। হাতুড়ি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হাড় ভেঙ্গে দেয়। এক পর্যায়ে রমজান মারা গেছে ভেবে আসামিরা তাকে ফেলে পালিয়ে যায়। পরে তিনি সেখানে গিয়ে রমজানকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন এবং কোতোয়ালি থানায় মামলা করেন।
থানায় এসআই শরীফ আল মামুন জানিয়েছেন, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে নিজ বাড়ি থেকে আসামি লাবু ও সালমানকে গেপ্তার করা হয়।
