নিজস্ব প্রতিবেদক
যশোরে জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিনকে লাঞ্ছিত ও কর্মচারী আল আমিনকে হত্যা চেষ্টার মামলায় আটক বহিস্কৃত যুবলীগ নেতা মেহেবুবুর রহমান ম্যানসেলসহ চারজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহম্মেদ প্রত্যেকের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানার এসআই আনছারুল হক আদালতে চার আসামির পাঁচ দিন করে রিমান্ডের আবেদন জানান।
আসামিরা হলেন, ষষ্ঠীতলার মেহেবুবুর রহমান ম্যানসেল, রাকিব হাসান, সাদি ও শংকরপুর গাড়োয়ানপট্টির অনিক হাসান মেহেদি।
উল্লেখ্য, গত ৫ মার্চ যশোরে জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিনকে লাঞ্ছিত ও কর্মচারী আল আমিনকে হত্যার চেষ্টার অভিযোগে উল্লিখিত ৪ জনকে আটক করে পুলিশ। পরে এ ঘটনায় জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন কোতয়ালি থানায় মামলা করেন।
সর্বশেষ
- বিপিএলে রাজশাহী ওয়ারিয়ার্সের ম্যানেজার হলেন যশোরের ঝড়ু
- ঝিনাইদহ-১ : বিএনপির প্রার্থী অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান
- মান্না, সাইফুল, সাকি, নুরুল, ববিসহ শরিকদের কে কোন আসনে, জানালেন মির্জা ফখরুল
- বিএনপি প্রার্থী না পেয়ে কান ধরে রাজনীতি ছাড়ার ঘোষণা!
- যশোর-৫ আসনে ধানের শীষে লড়বেন মুফতি রশীদ বিন ওয়াক্কাস
- যশোর-৩ (সদর) আসনে অমিতের পক্ষে বিএনপির মনোনয়ন সংগ্রহ
- ঘরের ছেলে ফিরছে, জনসমুদ্রে রূপ নিতে প্রস্তুত রাজধানী
- দিল্লিতে হিন্দুত্ববাদীরদের ব্যারিকেড ভেঙ্গে বাংলাদেশ হাইকমিশনে ঢোকার চেষ্টা !
