বিনোদন ডেস্ক
অনেকদিন ধরেই পরীমনি ও শরীফুল রাজের সংসারে টানাপোড়েন চলছিল। এই মেঘ এই রোদের মতো ভাঙাগড়ার খবরে আলোচনায় ছিলেন তারা। এবার জানা গেল, এই দম্পতি বিচ্ছেদের পথেই হাঁটলেন। চিত্রনায়িকা পরীমনি অভিনেতা শরীফুল রাজকে সোমবার (১৮ সেপ্টেম্বর) ডিভোর্স লেটার পাঠিয়েছেন।
গণমাধ্যমের হাতে সেই তালাকের কপি এসে পৌঁছেছে। তবে এ নিয়ে পরীমনি ও রাজ কেউই মুখ খুলছেন না।
গেল ২০২২ সালের ২১ জানুয়ারি হলুদ অনুষ্ঠানের পর ২২ জানুয়ারি ১০১ টাকা দেনমোহরে পরীমনিকে বিয়ে করেন শরীফুল রাজ।
অতিথির তালিকায় ছিলেন তিন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনি। সঙ্গে দুই পরিবারের স্বজনরা।
তাদের সংসারে আছে এক পুত্র। তার নাম রাজ্য।
