রাজগঞ্জ ও নেংগুড়াহাট (যশোর) প্রতিনিধি
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজগঞ্জের চালুয়াহাটি ইউনিয়নের চালুয়াহাটি গ্রামের তরিকুল ইসলাম সানার ছেলে নাঈম হোসেন (২০) মোটরসাইকেলযোগে নেংগুড়াহাট বাজারে যাওয়ার পথে একটি কুকুরকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকায় রেফার করলে ঢাকায় নেয়ার পথে মারা যান নাঈম। সদ্য বিবাহিত এ ছাত্রলীগ নেতাকে শুক্রবার সকালে নেংগুড়াহাট মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে বলে উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল ইসলাম জানিয়েছেন। এদিকে ছাত্রলীগ নেতার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক প্রভাষক আবুল হাসান, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিলন, আব্দুল হাই, জিল্লুর রহমান, ছাত্রলীগ নেতা আবু তৈয়ব টুটুল,ডিএম মাসুদ পারভেজ,আবু রায়হান মান্না প্রমুখ।