ক্রীড়া ডেস্ক
রিয়াল মাদ্রিদের ক্লাব বিশ্বকাপের নতুন তারকা গনজালো গার্সিয়া জানিয়েছেন, রিয়ালের কিংবদন্তি রাউল এখনো তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন এবং প্রতিটি ম্যাচের পর শুভেচ্ছা জানান। রাউলের সঙ্গে তুলনা হওয়ার বিষয়টি গার্সিয়া দেখছেন এক বিশাল সম্মান হিসেবে। একইসঙ্গে, খেলা শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়ে দিয়েছেন, তার ফুটবল জীবনের চিরকালীন অনুপ্রেরণা হচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
২১ বছর বয়সী এই স্ট্রাইকার ক্লাব বিশ্বকাপে এখন পর্যন্ত চার ম্যাচে তিন গোল করে দলকে কোয়ার্টার ফাইনালে তুলেছেন। শেষ ষোলোতে জুভেন্টাসের বিপক্ষে একমাত্র গোলটি করে রিয়ালকে জয়ের স্বাদ এনে দেন তিনি।
গত মৌসুমে রিয়ালের ‘বি’ দল কাস্তিয়ায় খেলেই রেকর্ড গড়েন গার্সিয়া। ২০২৪-২৫ মৌসুমে প্রিমেরা আরএফইএফ (স্পেনের তৃতীয় স্তরের লিগ)–এ ২৫ গোল করে কাস্তিয়া ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন তিনি। সে সময় দলের কোচ ছিলেন রাউল নিজেই।
আবারো ছক্কা মেরে জিতিয়ে হেটমায়ার বললেন, ‘দোয়া-দরুদ কাজে দিচ্ছে’ আবারো ছক্কা মেরে জিতিয়ে হেটমায়ার বললেন, ‘দোয়া-দরুদ কাজে দিচ্ছে’
ম্যাচ শেষে গার্সিয়া বলেন, “রাউল আমাকে প্রতিটি ম্যাচের পরই বার্তা পাঠান। আমরা নিয়মিত যোগাযোগ রাখি। তিনি অভিনন্দন জানান এবং কিছু বিষয়ে উন্নতির পরামর্শ দেন। এমন একজন কিংবদন্তির সঙ্গে তুলনা পাওয়া অবশ্যই বড় সম্মানের ব্যাপার।”
সাবেক স্পেন অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের খেলোয়াড় গার্সিয়া রিয়ালের নতুন কোচ সাবি আলোনসোর আক্রমণভাগে নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন। তার গোল স্কোরিং ফর্মে অনেকেই রাউলের সঙ্গে তুলনা করছেন, যিনি রিয়ালের হয়ে ৩২৩ গোল করে ক্লাব ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। তার ওপরে আছেন কেবল রোনালদো ও করিম বেনজেমা।
“রাউল একজন মাদ্রিদ কিংবদন্তি। ওনার সঙ্গে তুলনা পাওয়া অবশ্যই সম্মানের। গত দুই বছর তাঁর কোচিংয়ের অধীনে ছিলাম, অনেক কিছু শিখেছি তাঁর কাছ থেকে,” — বলেন গার্সিয়া।
তবে শুধু রাউল নন, গার্সিয়ার আদর্শ আরও বড় এক নাম—ক্রিশ্চিয়ানো রোনালদো। জুভেন্টাসের বিপক্ষে জয়ের পর নিজের এক্স অ্যাকাউন্টে তিনি লেখেন: “সাদা জার্সিতে আরেকটি স্বপ্নের রাত। সমর্থনের জন্য ধন্যবাদ। আমার চিরকালীন আইডল: ক্রিশ্চিয়ানো রোনালদো।”
রিয়ালের নতুন কোচ সাবি আলোনসোও গার্সিয়ার প্রশংসায় পঞ্চমুখ: “আমি আগে থেকেই কাস্তিয়ার খেলাগুলো দেখতাম, তাই তার এমন পারফরম্যান্স আমাকে অবাক করছে না। সে অনেকটাই রাউলের মতো।”
রিয়াল মাদ্রিদ এখন ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। সেখানে তাদের প্রতিপক্ষ হবে বরুশিয়া ডর্টমুন্ড।
