নিজস্ব প্রতিবেদক
রৌদ্রছায়া সাহিত্য সম্মাননা-২০২৩ পাচ্ছেন যশোরের সৈয়দ আহসান কবীর। ‘গল্প’ বিভাগে তিনি এই সম্মাননার জন্য মনোনীত হয়েছেন। তিনি ছাড়াও আরও আটজন কবি-সাহিত্যিক ও সংগঠক পাচ্ছেন সম্মাননা। আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এই সম্মাননা ঘোষণা করা হয়। আগামী ৪ অক্টোবর তাদের হাতে তুলে দেওয়া হবে সম্মাননা স্মারক।
আরও যারা সম্মাননা পাচ্ছেন–কবিতায় আল হাফিজ ও এ এস এম এনামুল হক প্রিন্স, গল্পে সৈয়দ এনাম-উল আজিম, উপন্যাসে আলহাজ¦ লুৎফা জালাল, প্রবন্ধে পুরস্কার পাচ্ছেন শফিকুল ইসলাম আরজু ও এম সামাদ মতিন এবং ছড়ায় মো. আলী আশরাফ সিকদার সম্মাননা পাচ্ছেন। এ ছাড়া সংগঠক বিভাগে সম্মাননা পাচ্ছেন জাহাঙ্গীর ডালিম।
রৌদ্রছায়া সাহিত্য সম্মাননা-২০২৩ বাস্তবায়ন পর্ষদ জানিয়েছে, ৪ অক্টোবর (শুক্রবার) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই ৯ গুণি কবি, সাহিত্যিক ও সংগঠকের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে।
রৌদ্রছায়া প্রকাশের সত্বাধিকারী কথাশিল্পী আহমেদ রউফ বলেন, ‘এবার প্রবীণ-তরুণ-নবীন পাশাপাশি নবীনদের মনোনীত করা হয়েছে। এতে একটি যোগসূত্র তৈরি হবে। নবীনদের লেখা আরও সমৃদ্ধ হবে বলে আমাদের বিশ্বাস।’ ‘সুন্দরের জন্য সাহিত্যѯে¬াগানকে সামনে রেখে শিল্পসাহিত্য এগিয়ে নেওয়ার প্রত্যয়ে রৌদ্রছায়া কাজ করে যাচ্ছে’ উলে¬খ করে তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, সম্মাননা লেখালেখিকে আরও সতর্ক করে তোলে। গুণী লেখক-কবিগণ এখন থেকে আরও শক্তিশালী লেখা উপহার দেওয়ার মাধ্যমে চিরস্মরণীয় হয়ে থাকবেন। সবার সাথে আমারা আলোর পথে ভালোর পথে এগিয়ে যেতে চাই। এভাবে রৌদ্রছায়া হয়ে উঠুক সবার।’