নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগর ও কোতয়ালী থানা এলাকার চাঞ্চল্যকর দুই হত্যা মামলার পলাতক আসামীকে পৃথক অভিযানে গ্রেফতার করেছে র্যাব-৬, যশোর।
র্যাব সূত্রে জানা গেছে, গাজীপুর টঙ্গী পূর্ব থানাধীন জয়দেবপুর এলাকায় অভিযান চালিয়ে ৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখের শামীম শেখ হত্যা মামলার অন্যতম আসামী সাইফুল ফকির (২২) কে গ্রেফতার করা হয়। গত বছরের সেপ্টেম্বর মাসে যশোরের অভয়নগর থানাধীন শুভরাড়া গ্রামের আশফাক উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সাইফুল ও তার সহযোগীরা ভিকটিম শামীম শেখ এবং তার বন্ধুদের গুলিবিদ্ধ করে। গুরুতর আহত শামীম শেখ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মারা যান। পরে ওই ঘটনায় শামীমের বাবা বাদী হয়ে মামলা করেন।
অন্যদিকে, ২০১২ সালের যশোর কোতয়ালী থানার চাঞ্চল্যকর আকাশ হত্যা মামলার পলাতক আসামী মোঃ আলামিনকে যশোর রেলস্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়। র্যাবের এই দুই অভিযানে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামীদের যথাক্রমে গাজীপুর বাসন থানা ও যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬, সিপিসি-৩, যশোরের আভিযানিক দল নিয়মিত দেশের বিভিন্ন এলাকায় পলাতক আসামী, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের গ্রেফতারের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানিয়েছে।
