লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লক্ষীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজে ২০২২ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে প্রায় তিন শতাধিক নবীন শিক্ষার্থীকে লাল গোলাপ দিয়ে বরণ করে নেন কলেজের অধ্যক্ষসহ শিক্ষকরা।
কলেজের হল রুমে অধ্যক্ষ শেখ ফারুক আহমদের সভাপতিত্বে নবীন বরন অনুষ্ঠানে ছাত্রী ও শিক্ষদের পরিচিতি পর্ব হয়।
বক্তব্য রাখেন কলেজের ইতিহাস বিষয়ের সহকারী অধ্যাপক কাজল কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক মনিবুর রহমান, অধ্যাপক শেখ শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান মোল্যা, স্বপন কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক মাহামুদুল হক লিটু, সহকারী অধ্যাপক সোহেলী সাহরিয়ার, দর্শন বিষয়ের সহকারী অধ্যাপক বিএম হোসেন আলী প্রমুখ।