বিনোদন ডেস্ক
ডিজনির সদ্য মুক্তিপ্রাপ্ত লাইভ অ্যাকশন সিনেমা ‘লিলো অ্যান্ড স্টিচ’-এ অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেতা ডেভিড এইচ.কে. বেল মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৭ বছর। মৃত্যুর কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বেলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বোন জেলিন কানানি বেল।
ডেডলাইন থেকে জানা তার বোন জেলিন কানানি বেল ফেসবুকে একটি আবেগঘন পোস্টে জানান, আমার মেধাবী, উদার, হাস্যরসপ্রিয়, সুদর্শন এবং প্রিয় ছোট ভাই ডেভিড এইচ.কে. বেল আজ থেকে আমাদের স্বর্গীয় পিতার সঙ্গে থাকবেন। আমি তার সম্পর্কে লিখতে প্রস্তুত ছিলাম না, কিন্তু ভাগ্য আজ আমাকে লিখতে বাধ্য করল।
জেলিন আরও লেখেন, ‘লিলো অ্যান্ড স্টিচ’-এ বড় পর্দায় তাকে দেখার পর আমাদের শেষ সাক্ষাৎ ছিল আমার বসার ঘরে। আমরা জীবনের গল্প বলছিলাম, আর একসঙ্গে কিছু পারিবারিক ইতিহাস নিয়ে আলোচনাও চলছিল। বড় কিংবা ছোট—সব মুহূর্তই ছিল আশীর্বাদস্বরূপ। আমি সেই স্মৃতিগুলো হৃদয়ে ধরে রাখব।
অন্যদিকে, ডেভিড বেলের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের শ্রদ্ধা ও ভালোবাসায় ভেসে যাচ্ছেন তিনি। ‘লিলো অ্যান্ড স্টিচ’ চলতি বছরের ২৩ মে মুক্তি পায়। এরপর দর্শকের নজরে আসেন ডেভিড। তার এই চলে যাওয়া নিয়ে অভিনেতার এক ভক্ত স্যোশাল মিডিয়ায় পোস্টে লিখেছেন, “ডেভিড হেকিলি কেনুই বেলের মৃত্যুতে আমি অত্যন্ত মর্মাহত। আরেকজন লিখেছেন, তিনি ‘লিলো অ্যান্ড স্টিচ’-এ শেভ আইস গাই চরিত্রে আমাদের আনন্দ দিয়েছিলেন। আপনি চিরকাল মনে থেকে যাবেন। শান্তিতে ঘুমান।
‘লিলো অ্যান্ড স্টিচ’ (২০২৫)–এ ডেভিড বেলের চরিত্রটি ছিল মূল ২০০২ সালের অ্যানিমেটেড সিনেমার এক আইকনিক পর্যটক চরিত্রের আধুনিক রূপ। সেখানকার পর্যটক বারবার তার আইসক্রিম ফেলে দিতেন, আর ২০২৫ সালের রিমেকে ডেভিডের চরিত্রটি শেভড আইস ফেলে দেন জুম্বা ও প্লিকলিকে দ্বীপে পোর্টাল খুলতে দেখে।
মাত্র দুই সপ্তাহ আগে, ডেভিড তার ইনস্টাগ্রামে ‘বিগ হাওয়াইয়ান ডিউড’ চরিত্রের অডিশন টেপ ও শুটিংয়ের কিছু বিহাইন্ড দ্য সিনস ছবি শেয়ার করেছিলেন।তিনি লিখেছিলেন, এই সিনেমায় কাজ করতে পেরে আমি গর্বিত। কাস্ট অ্যান্ড ক্রু স্ক্রিনিংয়ে অংশ নিতে পারা আমার জন্য বিশেষ ছিল। বিশেষত আমাদের হাওয়াইয়ের স্থানীয় ক্রুদের দেখা ছিল এক অসাধারণ অনুভূতি। তারা প্রকৃত তারকা, এবং তাদের স্বীকৃতি প্রাপ্য।ডেভিডের আকস্মিক মৃত্যুতে শোকাহত তার পরিবার, সহকর্মী ও ভক্তরা। তিনি তার সংক্ষিপ্ত ক্যারিয়ারেও হৃদয়ে জায়গা করে নিয়েছেন অসংখ্য দর্শকের।