নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের শংকরপুর জমাদ্দারপাড়ায় হত্যা ও বোমাবাজি, একাধিক মামলার আসামি অনিসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় দুটি অভিযোগ দেয়া হয়েছে। গত মঙ্গলবার রাতে শহরের শংকরপুর বাদশা সরদার এবং ইমরান হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় পৃথক দু’টি অভিযোগ দিয়েছেন।
ইমরান হোসেনের দেয়া অভিযোগে বিবাদী করা হয়েছে, শংকরপুর এলাকার আলতুর ছেলে অনি, হাকিম মিয়ার ছেলে সুজন, জমাদ্দারপাড়ার আব্দুল হাকিমের ছেলে সিরাজুল ইসলাম, ছোটনের মোড়ের বাবুর ছেলে সাকিব, শংকরপুরের হাবিবুর রহমানের ছেলে রাসেল, একই এলাকার মনিরুল ইসলাম ও চাকলাদার পাম্পের পিছনে কালা চাঁনের ছেলে রিফাত।
বাদশা সরদারের অভিযোগে অনি, সুজন, সিরাজুল, সাকিব এবং নাজির শংকরপুর চাতালের মোড়ের রউফ খানের ছেলে রাজিব খান।
বাদী ইমরান হোসেন অভিযোগে বলেছেন, তিনি যশোর-ঢাকা রুটের পরিবহন সরদার ট্রাভেলসের চালক। যশোর থেকে যাত্রী নিয়ে প্রতিদিন ঢাকা আবার যশোর ফিরে আসেন। রাতে গাড়িটি যশোর কেন্দ্রীয় বাস টার্মিনাল শংকরপুরে রাখা হয়। রাকিব নামে এক হেলপার রাতে গাড়িতে থাকে। আসামিরা প্রতিনিয়ত রাতে গাড়িতে এসে মাদক সেবনের চেষ্টা করে। কিন্তু হেলপার তাদের গাড়ি উঠতে না দেয়ায় গত ২১ জুলাই বিকেল ৩টার দিকে আসামিরা তাকে তুলে নিয়ে যায়। শংকরপুর ইসহাক সড়কের একটি বাড়িতে আটকে রেখে তাকে মারপিট করে। এসময় হেলপার রাকিবের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। এই ঘটনায় ইমরান হোসেন হোসেন বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন।
অপরদিকে বাদশা সরদারের অভিযোগে জানা গেছে, বেশ কিছুদিন ধরে আসামিরা তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। রাজি না হলে তাকে খুন জখমের হুমকি দেয়। তারই জের ধরে গত ২২ জুলাই বিকেল ৪টার দিকে বাদীকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণ করে এবং গুলি করে। এতে বাদী এবং তার সহযোগি রিপন আহত হন।