নিজস্ব প্রতিবেদক
শনিবার স্বাধীনতা চিকিৎসক পরিষদের ৯ জেলার সম্মেলন অনুষ্ঠিত হবে যশোর শেখ হাসিনা সফটওয়ার টেকনোলজি পার্কে। সম্মেলনে সভাপতি পদে ৪ জন এবং সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন।
সম্মেলন প্রস্তুতি কমিটি সূত্রে জানা গেছে, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী হলেন বীরমুক্তিযোদ্ধা ডাক্তার ইয়াকুব আলী মোল্লা, ডাক্তার নাসিম রেজা, ডাক্তার একেএম কামরুল ইসলাম বেনু ও ডাক্তার এমএ বাশার। সভাপতি পদে ত্রিমুখি লড়াই হতে পারে।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী হলেন স্বাচিব যশোরের সদস্য সচিব ও বিএমএ’র দপ্তর সম্পাদক ডাক্তার মো: গোলাম মোর্তুজা, ডাক্তার মো: ওয়াহিদুজ্জামান ডিটু, ডাক্তার মো: তৌহিদুল ইসলাম, ডাক্তার মো: মাহমুদুল হাসান পান্নু ও ডাক্তার মো: ফয়সাল কাদির শাওন।
সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ডাক্তার মো: গোলাম মোর্তুজা জানান, তিনি এবারের স্বাচিবের সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যশোর মেডিকেল কলেজ হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার গোলাম মোর্ত্তুজা স্বাধীনতা চিকিৎসক পরিষদ যশোরের সদস্য সচিব হিসেবে ৩ বছর সফলভাবে দায়িত্ব পালন করেছেন। যা যশোরের চিকিৎসক মহলে প্রশংসা পেয়েছে।
সাংগঠনিকভাবে ডাক্তার মোর্ত্তুজা সংগঠনের সাবেক সিনিয়র সহসভাপতি ও ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্রলীগের গুরুত্বপূর্ন পদে ছিলেন। আওয়ামীলীগ পরিবারের সন্তান ডাক্তার গোলাম মোর্ত্তুজা এবারের সম্মেলনে জয়ের ব্যাপারে আশাবাদী।