শরণখোলা প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় অবসরপ্রাপ্ত এক কৃষি কর্মকর্তার বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। শনিবার রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরেরা জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে মূল্যবান মালামাল না পেয়ে সামান্য ব্যবহারিক সামগ্রী ও কাপড় চোপড় নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য শরীফ খাইরুল ইসলাম জানান, রায়েন্দা ইউনিয়নের অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মীর সিরাজুল ইসলামের কদমতলা গ্রামের বাড়িতে রাতে কেউ না থাকার সুযোগ বুঝে জানালার গ্রিল কেটে চোরেরা ঘরে ঢুকে সব মালামাল তছনছ করে। তারা স্টিলের আলমারি ভেঙ্গে এলোমেলো করে রেখে যায়।
গৃহকর্তা মীর সিরাজুল ইসলাম জানান, গত কয়েক দিন ধরে তারা রায়েন্দা বাজারের বাড়িতে অবস্থান করছেন। কদমতলা গ্রামের বাড়ি তালাবদ্ধ ছিলো। চোরেরা মূল্যবান কিছু খুঁজে না পেয়ে সামান্য ব্যবহারিক সামগ্রী ও কাপড় চোপড় নিয়ে গেছে। গত সোমবার রাতে পাশের উত্তর তাফালবাড়ি গ্রামে বারেক ব্যাপারীর বাড়িতে সিঁদ কেটে অনুরুপ চুরি সংঘটিত হয়।
শরণখোলা থানার ওসি একরাম হোসেন বলেন, আমি আজই এ থানায় যোগদান করেছি। সকলের সগযোগিতা নিয়ে চুরিসহ সকল অপরাধ দমনের চেষ্টা করবো।