বাগআঁচড়া প্রতিনিধি
বাংলাদেশ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় পবিত্র রমজান উপলক্ষে শার্শার বিভিন্ন মাদ্রাসা ও এতিম খানায় খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা যুবলীগের আয়োজনে এ খাদ্য সামগ্রি বিতরণ করেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য নাজমুল হাসান।
এ সময় শার্শা ইউপির চেয়ারম্যান কবির উদ্দীন তোতা, উলাশী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাগআঁচড়া ইউপির প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম, উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইদুজ্জামান বিটন, সাবেক ছাত্রলীগ নেতা সরদার শাহরিন আলম বাদল, যুবলীগ নেতা শফিক মাহমুদ ধাবক, শার্শা উপজেলা যুবলীগের সদস্য ফেরদৌস চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগে যুগ্ম আহ্বায়ক হাজী বাবলু মিয়া, শার্শা উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি অহিদুজ্জামান অহেদ, যুবলীগ নেতা কাজী মালিকুজ্জামান সুজন, শামিনুর রহমান, আওয়ামী লীগ নেতা আয়নাল হক, ইউপি সদস্য আজিজুর রহমান, কমিরুজ্জামান কবিরসহ শার্শা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।