নিজস্ব প্রতিবেদক
যশোরের শার্শায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে আশরাফুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় হৃদয় হোসেন ও নাহিদ হোসেন নামে প্রাইভেটকারে থাকা অপর দুই যুবক আহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শার্শা উপজেলার কুঁচেমোড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম বেনাপোল সীমান্তের আমড়াখালি গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে প্রাইভেটকারটি সাতক্ষীরার উদ্দেশে যাচ্ছিল। পথে কুঁচেমোড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এ সময় প্রাইভেটকারে থাকা তিনজন আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে আশরাফুল ইসলামের মৃত্যু হয়।
নাভারণ হাইওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনা আহত এক যুবকের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এছাড়া প্রাইভেটকারে থাকা অপর দুইজন আহত হয়েছেন।