নিজস্ব প্রতিবেদক
যশোরের শার্শা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আলামিনকে গ্রেফতার করেছে র্যাব। ১১ জুন আদালত থেকে সাজা প্রদানের একদিন পরেই শার্শার ডিহি ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। আলামিন একই উপজেলার টেংরালী-বাউন্ডারি গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।
র্যাব জানিয়েছে, ২০১৮ সালের ২৭ আগস্ট শার্শা উপজেলার পাকশিয়া বাজার থেকে তিনশ গ্রাম হেরোইনসহ আলামিনকে আটক করে আইন শৃঙ্খলাবাহিনী। এই ঘটনায় তার বিরুদ্ধে শার্শা থানায় মামলা করা হয়। তদন্ত শেষে ওই মামলায় তাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। সাক্ষ্য গ্রহণ শেষে গত ১১ জুন আসামি আলামিনকে যাবজ্জীবন সশ্রম কারাদ-ের আদেশ দেন বিচারক। কিন্তু রায় প্রদানকালে আসামি আলামিন পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়ে হয়। গোয়েন্দা নজরদারীর মাধ্যমে তথ্য প্রযুক্তি সাহায্যে আলামিনের অবস্থান সম্পর্কে জানতে পারে র্যাব। ১২ জুন রাত সাড়ে ৮টার দিকে ডিহি ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল বৃহস্পতিবার আলামিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ক্যাম্প যশোরে কোম্পানি কমান্ডার মেজর সাকিব হোসেন।