বেনাপোল প্রতিনিধি
ভারতে পাচারকালে যশোরের শার্শার জামতলা সীমান্ত থেকে ১০ পিস স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের নেতৃত্বে একটি টহল দল ওই ১০ পিস স্বর্ণের বার উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান পিএসসি। আটককৃতরা হলেন- নড়াইল সদরের বাহির গ্রামের জাহেদ আলীর ছেলে জাফর আলী (৫২) ও চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার দুধপাতিল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে নয়ন আলী (১৮)।
লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, ভারতে স্বর্ণের বার পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়ক অগ্রভুলাট ক্যাম্পের সদস্যদের নিয়ে শার্শার জামতলা নামক সীমান্ত এলাকায় গোপন অবস্থান নেয়। কিছুক্ষণ পর টহল দল দুই ব্যক্তিকে হাঁটতে হাঁটতে আসতে দেখে তাদেরকে থামতে বলে। পরে তাদের জুতার মধ্যে কৌশলে লুকিয়ে রাখা ১০ পিস স্বর্ণের বার পাওয়া যায়।
পরে এক কেজি ১৬৭ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় কোটি টাকা বলেও জানান তিনি।
আরও পড়ুন:যশোরে আইডিয়ার ‘লস প্রজেক্ট’ হাসি ফুটিয়েছে ৫শ পরিবারের মুখে
১ Comment
Pingback: মেহেরপুরে কৃষক হত্যা মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন কারাদণ্ড