নিজস্ব প্রতিবেদক
বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি গতকাল বাগআঁচড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সামটা গ্রামে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করেন। এ সময় তিনি ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করে ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। পাশাপাশি তিনি সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং সুখে-দুঃখে তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
সামটার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওসমান আলী শাহাজীর ১০৫ বছর বয়সী অসুস্থ মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় বিএনপি’র সাবেক দফতর সম্পাদক ও সাবেক সাংসদ জনাব মফিকুল হাসান তৃপ্তি। এ সময় তিনি বৃদ্ধার শারীরিক খোঁজখবর নেন এবং তার সুস্থতা কামনা করেন। শতবর্ষী এই নারী বয়সের ভারেও বিএনপি’র প্রতীক ধানের শীষের প্রতি নিজের অগাধ ভালোবাসা ও আবেগ প্রকাশ করেন।
গণসংযোগে আরও উপস্থিত ছিলেন শার্শা থানা বিএনপি’র যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস ও তাজ উদ্দিন তাজ, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা থানা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাকিবুল হাসান রিপন, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আসাদুজ্জামান মিঠু, দপ্তর সম্পাদক ইসরাফিল হোসেন বাবু, যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওন, শার্শা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ বিপ্লব মন্ডলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী নেতৃবৃন্দ।
