আন্তর্জাতিক ডেস্ক
স্কুলে শিক্ষকের জন্মদিনের অনুষ্ঠান চলাকালীন ডিয়ো ভেবে পেপার স্প্রে ছড়িয়ে অজ্ঞান অন্তত ২২ শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির একটি সরকারি স্কুলে। ২২ জন শিক্ষার্থীকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়।
বুধবার (৩ মার্চ) মেহরৌলি এলাকার একটি সরকারি বিদ্যালয়ে এক শিক্ষকের জন্মদিন পালনের অনুষ্ঠানে সমবেত হয়েছিল শিক্ষার্থীরা। ছিলেন শিক্ষক, শিক্ষাকর্মীদেরও একাংশ। সেই সময় আচমকাই বেশ কয়েক জন ছাত্রছাত্রী জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ে।
তাদের দ্রুত সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সকলেই সুস্থ কিন্তু তাদের ডাক্তারি পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।
এক কর্মকর্তা বলেন, ‘আমরা খবর পাই কয়েক জন স্কুলছাত্র অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। আমরা তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাই। খবর পেয়ে আমাদের কর্মকর্তারাও সফদরজং হাসপাতালে পৌঁছান। তারাও চিকিৎসকদের সঙ্গে এ নিয়ে কথা বলেন।’
জানা গিয়েছে, জন্মদিনের অনুষ্ঠানে সুগন্ধী ভেবে কেউ একটি পেপার স্প্রে ছড়িয়ে দেয়। তাতেই আশপাশে থাকা শিক্ষার্থীরা অজ্ঞান হয়ে পড়ে যায়। পুলিশও প্রাথমিক ভাবে এমনটাই মনে করছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তা শেষ হলে শিক্ষার্থীদের জ্ঞান হারানোর কারণ স্পষ্ট হবে বলে পুলিশ জানিয়েছে। সূত্র: আনন্দবাজার
আরও পড়ুন:পুতিনের বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা