নিজস্ব প্রতিবেদক
যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২২৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে স্কুল প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও ক্রেস্ট প্রদান করা হয়।
প্রধান শিক্ষক আবুল বরাকাত মো. ফখরুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। তিনি বলেন, একাডেমিক ও সহপাঠ কার্যক্রমে বিদ্যালয়টি যশোরের গর্ব। সুন্দর দেশ ও পৃথিবী গঠনে এসব ছাত্রী একদিন মানবসভ্যতার নেতৃত্ব দিবে। রক্তস্নাত জন্মভূমির ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে অসাম্প্রদায়িক এবং মুক্তিযুদ্ধের চেতনায় ছাত্রীদের গড়ে উঠার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক লুৎফুন্নাহার, জয়ন্তী রাণী নন্দীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক আহসান হাবীব পারভেজ ও সিনিয়র শিক্ষক শিরীনা খাতুন।
অনুষ্ঠানে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২২৬ জন ছাত্রীকে সংবর্ধনা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে সকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উপস্থিত অতিথি, শিক্ষার্থী ও অভিভাবকদের মাতিয়ে তোলেন স্কুলের ছাত্রীরা।