নিজস্ব প্রতিবেদক
বুধবার থেকে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে। যশোরের কলেজগুলোতে একাদশ শ্রেণির প্রথম ক্লাসেই নানা আয়োজনে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। আয়োজনের মধ্যে ওরিয়েন্টেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফুল একাডেমি ক্যালেন্ডার, কলম ক্লাস রুটিং দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।
সরকারি মাইকেল মধূসূদন কলেজ : সরকারি মাইকেল মধূসূদন কলেজে সকাল সাড়ে ৯টায় আয়োজন করা হয় ওরিয়েন্টেশনের। এ ক্লাশে অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার লাল, একাডেমি ক্যালেন্ডার দিয়ে নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন। এসময় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক এস এম শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক ইখতিয়ার উদ্দীন, একাদশ শ্রেণির ভর্তি কমিটির আহ্বায়ক সহযোগি অধ্যাপক অনুপ কুমার দাশসহ শিক্ষকবৃন্দ।
সরকারি মহিলা কলেজ : সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণির ক্লাশ শুরু উপলক্ষে ওরিয়েন্টেশন ও অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর অমল কুমার বিশ^াস। বিশেষ অতিথি ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মাহবুবুল হক খান। অনুষ্ঠানের আহ্বায়ক সৈয়দ আহসান হাবীবের সভাপতিত্বে বক্তব্য রাখেন মানবিকের ছাত্রী জেরিন সুলতানা। পরিচালনা করেন সহকারী অধ্যাপক আজম আলী। অনুষ্ঠান শুরুতেই কলেজ কর্তৃপক্ষ লাল গোলাম, সাদা রজনী গন্ধা ফুল, ক্যালেন্ডার দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।
সরকারি সিটি কলেজ : সরকারি সিটি কলেজে ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে কলেজ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের বরণ করে নেয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামছেদ আলী সরদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুল হালিমসহ ভর্তি কমিটির আহ্বায়ক অলোক বসু, সহযোগী দিলরুবা খানম, আনোয়ার হোসেন প্রমুখ।
আরও পড়ুন: এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ৩০ এপ্রিল
আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ : আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে নবীন বরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়। অধ্যক্ষ জেএম ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি জসিম উদ্দীন, আব্দুল গফুর, ফাতেমা আনোয়ার প্রমুখ। পরিচালনা করেন প্রভাষক আলফাজ উদ্দীন। আলোচনা শেষে ফুল দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়। শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান।
উপশহর কলেজ : উপশহর কলেজের গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম আযম। বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা জিএম জুলফিকার আব্দুল্লাহ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরিতোষ কুমার বিশ্বাস। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি সদস্য আনন্দ কুমার মিত্র। আলোচনা শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
রূপদিয়া শহীদ স্মৃতি মহামাধ্যমিক বিদ্যালয়: এ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে নবীন বরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের সভাপতি ও যশোর জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আরিফুজ্জামান খন্দকার। এতে কলেজের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা : সাতক্ষীরা সরকারি কলেজে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানউল্লাহ আল-হাদী’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক মোহাম্মদ আল মুস্তানছির বিল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলেজের শিক্ষক পর্ষদ সম্পাদক কাজী আসাদুল ইসলাম, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সরকারি কলেজের সাবেক নির্বাচিত জিএস মকসুমুল হাকিম, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলার শাখার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ওলিউর রহমান।
আরও পড়ুন: এইচএসসি’র ফল প্রকাশ ৮ ফেব্রুয়ারি
