প্রায় দুই বছর পর খুলেছে প্রাক-প্রাথমিক স্তর, আবারও শিশুদের কলরবে মুখরিত শিক্ষাপ্রতিষ্ঠান। করোনার প্রাদুর্ভাবে দুই বছর শিক্ষা খাতে নানা চড়াই-উতরাইয়ের পর স্বাভাবিক ছন্দে ফিরেছে শিক্ষা ব্যবস্থা।
দীর্ঘ সময় পর সহপাঠীকে পেয়ে শিক্ষার্থীদের চোখে-মুখে আজ আনন্দের উচ্ছ্বাস। একদল পাখি যেনো মুক্ত আকাশে ডানা মেলে উড়ছে।
দীর্ঘদিনপর বাচ্চাদের আনন্দ উল্লাসে দেখে অভিভাবকরাও আনন্দিত তারা বলছেন, অন-লাইন ক্লাস ও ঘরে থেকে বাচ্চারা ক্লান্ত হয়ে গেছে অবশেষে সেই বন্দী জীবন থেকে মুক্তি মিললো
পুরোদমে শ্রেণি কার্যক্রম শুরু হওয়ায় উচ্ছ্বসিত শিক্ষকরাও। তারা বলছেন, প্রতিদিন সব শ্রেণির শিক্ষার্থী আসায় পুরনো চেহারায় ফিরেছে শিক্ষাঙ্গন।
করোনার সংক্রমণ ২ শতাংশের নিচে নেমে আসায় আজ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে ক্লাস শুরু হয়েছে। তবে প্রাথমিকভাবে প্রাক-প্রাথমিক স্তরে শুধু রবি ও মঙ্গলবার সরাসরি ক্লাসে আসবে ছোট্ট শিশুরা।