নিজস্ব প্রতিবেদক :
ম্যাথেনা মাধুর্য্য বিশ্বাস যশোর ব্যাডমিন্টনের বেশ পরিচিত মুখ হয়ে উঠেছে। জেলার বিভিন্ন লিগ বা টুর্নামেন্টে পেয়েছে বেশ কিছু সাফল্য। বোনের সাথে বিভিন্ন জায়গায় খেলা দেখতে যেত ম্যাথেনার ছোট বোন মারগারেট মুগ্ধ বিশ্বাস। আর তাতে ব্যাডমিন্টনের প্রতি আগ্রহ বাড়ে মারগারেটের। পঞ্চম শ্রেণিতে পড়ার সময় ২০২২ সালে শুরু হয় আনুষ্ঠানিক ভাবে ব্যাডমিন্টন প্রাকটিস। কিছুদিন প্রাকটিসের পরই অক্টোবরে ঢাকায় অনুষ্ঠিত শেখ রাসেল জাতীয় স্কুল ব্যাডমিন্টন (অনূর্ধ্ব-১৫) টুর্নামেন্টে প্রথমবারের মতো বড় বোন ম্যাথেনার সাথে জুটি বেধে খেলতে নামে। তবে ওই টুর্নামেন্টে তেমন সাফল্য পাননি ম্যাথেনা-মারগারেট। তবে ওই টুর্নামেন্টে এককে দেশ সেরা হয় ম্যাথেনা মাধুর্য্য।
জানুয়ারিতে যশোর জেলা ব্যাডমিন্টন লিগে প্রথমবারের মতো সাফল্য মুখ দেখে দুই বোন। যশোর লিগে দ্বৈত্যে রানার্সআপ হয় যশোর সেবা সংঘ উচ্চ বিদ্যালয়ের পড়া দুই বোন। এর মধ্যে মারগারেট প্রাথমিকের গণ্ডি পেরিয়ে যায়। ভর্তি হয় বড় বোন ম্যাথেনার স্কুল সেবা সংঘ বালিকা উচ্চ বিদ্যালয়ে।
এই সাফল্যর পর ৫১তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় জুটি বেধে খেলেন দুই বোন। উপজেলা, জেলা, উপ-অঞ্চল পেরিয়ে সুযোগ পেয়ে যান চূড়ান্ত পর্যায়ে।
চূড়ান্তও দুই বোনের সাফল্য অব্যাহত থাকে। সবাইকে পেছনে ফেলে দেশ হওয়ার কৃতিত্ব দেখায় যশোর শহরের কাজীপাড়ার বাসিন্দা দুই বোন।
দুই বোনের সাফল্যে উদ্ভাসিত হয়েছে তাদের স্কুল সেবা সংঘ বালিকা উচ্চ বিদ্যালয়। দুই বোন যখন পুরস্কার মঞ্চে উঠে তখন সেবা সংঘের শিক্ষার্থীরা ম্যাথেনা-মারগারেট বলে শ্লোগান দিচ্ছিলেন। পুরস্কার নেয়ার পরে বেশ কিছু সময় ধরে চলে তাদের সাফল্য উদযাপন।
এর মাঝে চ্যাম্পিয়ন মাধুর্য্য জানালেন, ‘বাবা ব্যবসায় করেন, মা স্কুল মাস্টার। তাদের কারণেই এতদূর আসা। ব্যাডমিন্টনে শেখ রাসেল জাতীয় স্কুল ব্যাডমিন্টন (অনূর্ধ্ব-১৫) এককে প্রথম চ্যাম্পিয়ন হয়েছিলাম। এই প্রথম ছোট বোনকে সঙ্গে নিয়ে সেরা হলাম। ইচ্ছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা।’
এদিকে প্রতিযোগিতার ৫১তম আসর সম্পন্ন হযেছে। মঙ্গলবার সমাপনী দিনে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টচার্য্য।
যশোর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ও বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির সম্পাদক আক্তারুজ্জামান ভূঞা, যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক সিরাজুল ইসলাম।
