নিজস্ব প্রতিবেদক
৪১তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের জন্য যশোর জেলা দল ঘোষণা করা হয়েছে। বুধবার রাতে দল নিশ্চিত করা হলেও বৃহস্পতিবার রাত সাতটার দিকে সংবাদ মাধ্যমকে দলের তালিকা দেয়া হয়েছে।
ঢাকার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের জন্য দেশের শীর্ষ পর্যায়ে খেলা জেলার সাত ক্রিকেটার আমিনুর রহমান, জাওয়াদ রয়েন, টিপু সুলতান, ইমরানুজ্জামান, আব্দুল্লাহ আল মামুন রাজু, মঈনুল ইসলাম সোহেল, হাসানুজ্জামানের সার্ভিস পাওয়া যাবে না। এছাড়া অনূর্ধ্ব-১৯ দলের সাথে আরব আমিরাত সফরে থাকা শাহারিয়ার সাকিবকেও পাওয়া যাবে না।
এই আট ক্রিকেটার ছাড়াই ঘোষিত দলে অল রাউন্ডারদের প্রাধান্য দেয়া হয়েছে। তবে চলমান যশোর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ওপেনিং পজিশনে খেলা মিকাইল ও আবির হোসেন ছাড়া আর কাউকে দলে নেয়া হয়নি। আসাদ ক্রিকেট একাডেমির মিডল অর্ডারে খেলা শামীম শরীফকে মাঝে মাঝে ওপেনিংয়ে দেখা যায়।
দলের পেস বিভাগের দায়িত্বে রয়েছেন নাহিদ হাসান ও ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাংলাদেশ দলে থাকা রনি হোসেনের কাঁধে। তৃতীয় পেসার হিসেবে নেয়া হয়েছে পেস বোলিং অলরাউন্ডার লাকাতুজ্জামান রুবেলকে। স্পিন বিভাগে রয়েছে বাহাতি স্পিনার অমিত কুমার নয়ন, আরিদুল ইসলাম আকাশ ও মাসুম বিল্লাহ ও খন্দকার মাহফুজুর রহমান টিটো। টিটো আবার দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন। উইকেট কিপার হিসেবে দলে রাখা হয়েছে দুই তরুণ মিকাইল হোসেন ও অভিক ঘোষ বিল্টুকে।
দলের কোচ করা হয়েছে আসাদুল্লাহ খান বিপ্লবকে। এছাড়া চলমান প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে যশোর ক্রিকেট ক্লাবের অধিনায়ক সাজিদ হাসান পলাশকে করা হয়েছে দলের ম্যানেজার।
এদিকে বৃহস্পতিবার রাতে শহরের পালবাড়ি থেকে জামালপুরের উদ্দেশ্য যশোর ছেড়েছে দলের খেলোয়াড় কর্মকর্তারা। এখানেই গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলবে যশোর। শুক্রবার সকালে বিশ্রামের বিকেলে ম্যাচ ভেন্যুতে প্রাকটিস করবে যশোরের খেলোয়াড়রা। শনিবার সকাল ৯টায় প্রথম ম্যাচে সিরাজগঞ্জের মুখোমুখি হবে যশোর। একদিনের বিরতি দিয়ে ১৩ মার্চ দ্বিতীয় ম্যাচে ফরিদপুরের সাথে লড়বে যশোর। ১৭ মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচ হবে শরীয়তপুরের সাথে।
যশোর জেলা দল :
মাহফুজুর রহমান (অধিনায়ক), শামীম শরীফ, লাকামাতুজ্জামান রুবেল, মাছুম বিল্লাহ, আশিকুল ইসলাম নিলয়, রেজওয়ান হোসেন, মিকাইল হোসেন, অভিক ঘোষ বিল্টু, অমিত কুমার নয়ন, আবির হোসেন, সাদমান রহমান, রনি হোসেন, অরিদুল ইসলাম আকাশ, নাহিদ হাসান
ম্যানেজার : সাজিদ হাসান পলাশ, কোচ : আসাদুল্লাহ খান বিপ্লব
