আব্দুল্লাহ সোহান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি: এলজিআরডি মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনা সরকারের সময় উপযোগী উন্নয়ন কর্মসূচি নেয়ায় শহরের পাশাপাশি দেশের গ্রামাঞ্চলে সাধারণ মানুষের ভাগ্য বদল হয়েছে। আর জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কাফেলা বেগবান করতে আওয়ামী লীগের নেতত্বে যুবলীগকে সুসংগঠিত হতে হবে। সব ধরনের মন্দ কাজ থেকে যুবলীগ নেতা-কর্মীদের দূরে থাকতে হবে। সরকারের এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে এখনই প্রস্তুতি গ্রহণ করতে হবে।
শনিবার মণিরামপুর উপজেলা যুবলীগের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজ হল রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা যুবলীগের আহবায়ক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ বিশ্বের বুকে মর্যাদা লাভ করেছে। দেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। আগামী দিনে জামায়াত-বিএনপির ধ্বংসাত্মক কার্যকলাপ প্রতিহত করে জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যুবলীগকে আরও সুসংগঠিত হতে হবে। সাধারণ জনগণের মাঝে জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরতে হবে।
উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রিপনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌরসভার প্যানেল মেয়র-১ কামরুজ্জামান কামরুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তরুন আওয়ামী লীগ নেতা অ্যাড. বশির আহম্মেদ খান, জিএম মজিদ, প্রতিমন্ত্রীর সুযোগ্য পুত্র সুপ্রিয় ভট্টাচার্য্য শুভ, কাউন্সিলর আসাদুজ্জামান মোড়ল, যুবলীগ নেতা মঞ্জুর আক্তার, পৌর কাউন্সিলর বাবুলাল চৌধুরী, আব্দুল কুদ্দুস, সুমন দাস, আইয়ুব পাটোয়ারি, মোহাম্মদ আজিম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, প্রভাষক মামুন অর রশিদ মামুন, যুবলীগ নেতা প্রভাষক আলা উদ্দীন লিটন, পলাশ ঘোষ প্রমুখ।