নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যশোর জেলা আওয়ামী লীগ দুই দিনের কর্মসূচি হাতে নিয়েছে। আগামীকাল ২৮ সেপ্টেম্বর জন্মদিনে বিকাল সাড়ে ৪ টায় শহরের গাড়িখানা রোডস্থ দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
পরদিন অর্থাৎ ২৯ তারিখ বিকাল সাড়ে ৪ টায় একই স্থানে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে যশোর জেলা আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাক্সিক্ষদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন সংগঠনের উপ-দফতর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার।