শ্যামনগর প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ভবানীপুর গ্রামে ঘটনাটি ঘটে। মৃত শিশুটি ওই এলাকার আব্দুর রউফের মেয়ে লামিয়া।
স্থানীয়রা জানায়, ঘটনার সময়ে লামিয়ার মা রান্নার কাজে ব্যস্ত ছিল। অন্যান্য শিশুদের সাথে লামিয়া বাড়ির উঠানে খেলা করছিল। এক পর্যায়ে একে একে অন্য শিশুরা বাড়ি ফিরলেও খোঁজ মিলছিল না তার। পরে মেয়েকে খুঁজতে থাকে মা। খোঁজ নেওয়ার এক সময়ে পাশের পুকুরে লামিয়া ভাসমান মরদেহ উদ্ধার করেন তিনি।
স্থানীয় ইউপি সদস্য সাইদুর রহমান বাবু জানান, দুর্ঘটনার পর প্রশাসনের অনুমতি নিয়ে পরিবারের পক্ষ থেকে মুতদেহ দাফন করা হয়েছে।