শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরের একটি মৎস্য ঘের দখলের অভিযোগ উঠেছে। আমির হামজা (মন্টু) নামের একজন মৎসচাষির ঘের দখল নিয়েছেন একই এলাকার কাদের মোল্লা ও তার লোকজন। মৎস্য ঘেরটির নাম ‘মেসার্স শ্রীস্প ফিস প্রজেক্ট’। উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিগর চুনকুড়ি গ্রামে ঘেরটি অবস্থিত।
স্থানীয় সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা মৃত ইয়াকুব আলী ফকিরের ছেলে আমির হামজা (মন্টু) দীর্ঘদিন ধরে মৎস্য ঘেরটি পরিচালনা করে আসছে। শনিবার দিবাগত রাতে একই গ্রামের জুব্বার মোল্লার ছেলে কাদের মোল্লা লোকজন নিয়ে মৎস্য ঘেরে পানির ভিতর দিয়ে রাস্তা দিয়ে ঘেরটি দখল করে। প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতিসাধন করেছে।
এ বিষয়ে ভুক্তভোগী আমির হামজা বলেন, ‘১৯৮৪ সাল থেকে আমার পিতা মুক্তিযোদ্ধা মৃত্যু ইয়াকুব আলী ফকির ঘেরটি পরিচালনা করে আসছিল। গত ২০০২ সালে আমার পিতার মৃত্যুর পর আমি মৎস্য ঘেরটি শান্তিপূর্ণভাবে পরিচালনা করে আসছি। এ অবস্থায় শনিবার দিবাগত রাতে কাদের মোল্লা বহিরাগতদের নিয়ে আমার মৎস্য ঘেরের মধ্য থেকে ৮ বিঘা একটি অংশ দখল করে নিয়েছে। আমি জিজ্ঞাসা করতে গেলে তারা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে চড়াও হয়। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি’।
বিষয়টি নিয়ে অভিযুক্ত কাদের মোল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘সরকারের কাছ থেকে আমি ডিসিআর নিয়ে এর মৌখিকভাবে আমির হামজার কাছে দিয়ে রাখি। সে এখন দখল করে নিয়েছে’।
এ বিষয়ে সরকারি কমিশনার ভূমি আছাদুজ্জামান বলেন, জমিটি ১নং নম্বর খাস খতিয়ানের। কাদের মোল্লার নামে সরকারের নীতিমালা মেনে ডিসিআর দেওয়া আছে। দখলের বিষয়টি তিনি অস্বীকার করেন।
