শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে পদ্মপুকুর গ্রামে অবৈধভাবে রাস্তা কেটে পাইপ বসাচ্ছে কিছু অসাধু ঘের মালিক। গতকাল ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় ঘটনাটি দেখা গেছে। সম্প্রতি রাস্তাটি চেয়ারম্যান নিজ অর্থায়নে মানুষের চলাচলের জন্য মেরামত করে।
সরজমিনে গিয়ে দেখা গেছে, গায়ের জোরে রাস্তা কেটে পানি চলাচলের জন্য পাইপ বসাচ্ছে গ্রামের আ. রহিম মাঝি ও নাজমুল আহসান রুনু। ইউনিয়ন পরিষদ হতে গড়কুমারপুর বাজার যাওয়ার একমাত্র রাস্তা এটি। এই রাস্তা দিয়ে শত শত মানুষ চলাচল করে।
এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম আমজাদকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক স্থানীয় মেম্বারকে ঘটনাস্থলে পাঠালেও তারা মেম্বারের কথা শোনেনি পরে গ্রাম্য চৌকিদারকে পাঠালে তার কথাও শোনেননি। চেয়ারম্যান জানান তাদেরকে বারবার নিষেধ করার পর তারা অবাধ্য হয়ে এই কাজ করেছেন। আমি এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো।