শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর মুন্সিগঞ্জ ইউনিয়নের যতীন্দ্রনগর থেকে মঙ্গলবার রাতে হরিণের মাংসসহ একজনকে আটক করেছে গ্রামবাসী। আটককৃত আবুল হোসেন (৩৮) ছোট ভেটখালী গ্রামের কেরামত গাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হোসেন একজন মোটরসাইকেল চালক যতীন্দ্রনগরে হরিণ শিকারি সিন্ডিকেটের প্রধান ইউনুস গাজীর কাছ থেকে একাটা জবাই করা হরিণ ক্রয় করে। আবুল হোসেন তার চাচাতো ভাই সহিদুলের জন্য হরিণের মাংস নিয়ে যাওয়ার সময় বেপরোয়া গাড়ি চালানো দেখে স্থানীয়রা। স্থানীয় লোকজন গতি রোধ করার জন্য চেষ্টা করে। কিন্তু সে মোটরসাইকেলের গতি না কমিয়ে আরো জোরে গাড়ি চালায়। তখন এলাকার কয়েক জন যুবক মিলে হরিণের মাংস নিয়ে যাওয়া গাড়িটি ধাওয়া করে।
অবশেষে নওশের মাস্টারের বাড়ির সামনে ব্রিজের উপর উঠতে গিয়ে গাড়ী নিয়ে পড়ে যায় আবুল হোসেন তখন তাকে ধরে ফেলে। পরে বনবিভাগকে খবর দিলে ঘটনা স্থলে এসে হরিণের মাংস ও মোটরসাইকেলসহ আবুল হোসেনকে মরাগাং বনটহল ফাঁড়ির বন কর্মীরা নিয়ে যায়। সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা একেএম ইকবাল হোছাইন চৌধুরী বলেন, মঙ্গলবার রাতে মুন্সীগঞ্জ ইউনিয়ন সুন্দরবন বাজার থেকে ১০ কেজি হরিণের মাংসসহ একজনকে গ্রামবাসী ধরে বনবিভাগের কাছে হস্তান্তর করেছে।
আরও পড়ুন: যশোরের তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা