বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ শাখার সহ-সভাপতি ও বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন বাল্কহেড শাখা নারায়ণগঞ্জ কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর মিয়ার (আইএমই) নিঃশর্ত মুক্তিসহ নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন নওয়াপাড়া বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
শনিবার বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের নওয়াপাড়া বন্দরের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিকেল ৫টায় নওয়াপাড়া কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে এক পথসভা শ্রমিকনেতা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ যশোর জেলা সভাপতি শ্রমিকনেতা আশুতোষ বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফেডারেশনের খুলনা বিভাগীয় কমিটির সহ-সভাপতি ফিরোজ আহম্মেদ মাস্টার, অন্যতম নেতা আশরাফুল আলম মাস্টার প্রমুখ। সভাটি পরিচালনা করেন শ্রমিকনেতা নাজমুল হুসাইন।-প্রেস বিজ্ঞপ্তি