মাগুরা প্রতিনিধি
মাগুরার শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে রুহুল আমিন ও সুজন মোল্লার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। শনিবার বিকেলে উপজেলার সব্দালপুর ইউনিয়নের সোনাতুন্দী গ্রামে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রতিবেশীরা জানান, শনিবার বিকেলে রান্না করার সময় চুলা থেকে আগুন লেগে যায়। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষণে একটি বসতঘর, ১টি রান্নাঘর, ১টি গোয়ালঘর, ঘরে থাকা নগদ ২ লাখ টাকা, বিভিন্ন প্রকার ফসল, আসবাবপত্র পুড়ে যায়। সব মিলে তাদের ১০ লাখ টাকার উপর ক্ষতি হয়েছে। এখন দুইটি পরিবার সবকিছু হারিয়ে নিঃস্ব।
শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব স্টেশন মাস্টার পরিমল কুমার ভৌমিক বলেন, রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। সংবাদ পাওয়ার সাথে সাথে শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগুন নিয়ন্ত্রণে ছুটে আসে। স্থানীয়দের সহযোগিতা ও আমাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ততক্ষণে সব পুড়ে যায়। তাদের সব মিলে অনেক টাকা ক্ষতি হয় হয়েছে।
সর্বশেষ
- খুলনা বিভাগে বিএনপির একাধিক বিদ্রোহী প্রার্থী, শৃঙ্খলা রক্ষায় কঠোর হাইকমান্ড
- মায়ের পথচলা যেখানে থেমেছে, সেখান থেকেই এগিয়ে নেওয়ার শপথ তারেক রহমানের
- বেনাপোল কাস্টমসের শীর্ষ পদে পরিবর্তন, বদলি ১৭ কমিশনার
- জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত খালেদা জিয়া
- মায়ের জানাজায় দোয়া চাইলেন ছেলে
- খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত
- যতদূর চোখ যায়, মানুষ আর মানুষ
- খালেদা জিয়ার জানাজায় যোগ দিচ্ছেন ৩২ দেশের কূটনীতিক
