মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে যৌথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলার জাসদের সহসভাপতি মনোরঞ্জন মন্ডলের সভাপতিত্বে সঞ্চালনা করেন উপজেলা জাসদের সাধারণ সম্পাদক নুরুল আমীন বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ অহিদুল ইসলাম ফনি, সহ সভাপতি ওয়াহিদ কামাল বাবলু, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক মৃধা খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক এ্যাড. মিজানুর রহমান ফিরোজ, সদস্য তৌহিদুল ইসলাম জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মিরাজ হোসেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাসদের সদস্য আবু হানিফ মোল্লা, হাশেম মোল্লা, দিলীপ কুমার বিশ্বাস, সুনীল বিশ্বাস, পান্নু শেখ, আব্দুল ওহাব, ওলিয়ার রহমান ও সার্জেন্ট ওহাব প্রমুখ।
যৌথসভায় উপজেলার আট ইউনিয়নের জাসদের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।