নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের ষষ্ঠীতলাপাড়ায় শহিদুজ্জামান সেলিমকে ছুরিকাঘাতের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। গত শনিবার রাতে সেলিমের স্ত্রী রেশমা খাতুন জুলি বাদী হয়ে এই মামলা করেছেন। মামলায় আসামি করা হয়েছে চিহ্নিত মাদক কারবারি ও কথিত পুলিশের সোর্স রবিউল ইসলামসহ অজ্ঞাত ৪/৫ জনকে। আসামি রবিউল ষষ্ঠীতলা বুনোপাড়ার বিপি রোডের মৃত শফি মিয়ার ছেলে।
শহরের রেলগেট পশ্চিমপাড়ার বাসিন্দা রেশমা খাতুন জুলি মামলায় বলেছেন, আসামি রবিউল ওই এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি। সে যখন তখন যে কাউকে মারপিট ও হুমকি দেয়। এলাকায় মাদক ব্যবসায় বাঁধা দিলে ক্ষতি করার চেষ্টা করে। কিছুদিন আগে পত্রপত্রিকায় তার নামে মাদক ব্যবসার নিউজ হয়। ওই নিউজকে ঘিরে রবিউল সন্দেহ করে তার স্বামী সেলিম সাংবাদিকদের কাছে এ তথ্য সরবরাহ করেছে। এ কারণে তাকে ক্ষতির চেষ্টা করে। গত ১৯ এপ্রিল রাত ৮টারদিকে সেলিম ষষ্ঠীতলাপাড়ার পাখিপট্টির সামনে দিয়ে হেঁটে বাড়িতে ফিরছিলেন। এ সময় রবিউল ও তার আরো ৪/৫ জন সহযাগী তাকে ঘিরে ধরে। এরপর গালিগালাজ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামি রবিউল ফের হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এদিকে এই ঘটনার প্রায় এক সপ্তাহ হলেও সন্ত্রাসী রবিউল ইসলঅমকে আটক করতে পারেনি পুলিশ। সেলিমকে ছুরিকাঘাতের পরদিন তার ভায়রা সাদ্দাম হোসেনকেও মোবাইলে হুমকি দিয়েছিল রবিউল।