নিজস্ব প্রতিবেদক
যশোরে গাড়ি চাপা দিয়ে লিটন তালুকদার (৪০) নামে এক ট্রাক চালককে হত্যার অভিযোগে থানায় মামলা করা হয়েছে। গত ৪ ডিসেম্বর ভোর রাতে যশোর-ঝিনাইদহ মহাসড়কের ক্যান্টনমেন্ট এলাকার প্রাত্যহিক ক্যান্টিনের সামনে দুর্ঘটা ঘটে। এদিন রাতেই কোতোয়ালি থানায় হত্যা মামলাটি করা হয়েছে। নিহতের ভাই পটুয়াখালী সদর উপজেলার পূর্ব তেহালিয়া গ্রামের হাসান তালুকদার অজ্ঞাতনামা অপর একটি ট্রাক চালকের বিরুদ্ধে মামলাটি করেছেন।
বাদী মামলায় জানিয়েছেন, তার ভাই লিটন তালুকদার (ঢাকা-মেট্রো-ট-২৪-৪৯৮০) নম্বর একটি ট্রাকের চালক ছিলেন। গাড়িটি নিয়ে চলার পথে ৪ ডিসেম্বর ভোর রাত সাড়ে ৩টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের ক্যান্টনমেন্ট এলাকার প্রাত্যহিক ক্যান্টিনের সামনে আসার পরে একটি চাকার টায়ারের বিস্ফোরণ হয়। এসময় সেখানে রেখে গাড়ির চাকা ঠিক করার মুহূর্তে পিছন দিক থেকে আসা অপর একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই লিটন তালুকদার মারা যান। এরপরই অজ্ঞাতনামা সেই ট্রাকটি নিয়ে চালক দ্রুত চালিয়ে চলে যান। খবর পেয়ে বাড়ি থেকে নিহতের ভাই হাসান তালুকদার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এসে তার ভাইয়ের লাশ সনাক্ত করেন এবং প্রশাসনের অনুমতি নিয়ে বিনা ময়না তদন্তে লাশটি বাড়িতে নিয়ে দাফন করেন।