নিজস্ব প্রতিবেদক
বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের শরীরে একটি বিশেষ রাজনৈতিক দলের ট্যাগ লাগিয়ে তাদের সম্পদ বানিয়েছিল। তারা বিগত দিনে মানুষের ওপর অত্যাচার চালিয়েছে। অথচ সকল ধর্মে মানুষের উপকারের কথা বলা হয়েছে, কিন্তু তারা ধর্মের নামে বিভেদ তৈরি করেছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় নীলগঞ্জ মহাশ্মশান কমিটি আয়োজিত ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞনুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে অনিন্দ্য ইসলাম অমিত এসব কথা বলেন।
তিনি বলেন, গত ১৬ বছরে মানুষের স্বাধীনতার কথা বলতে গিয়ে বিএনপি নেতাকর্মীরা কারাবরণ করেছেন। মহান মুক্তিযুদ্ধে এমন বাংলাদেশ চাওয়া হয়েছিল যেখানে সকল ধর্মের বিশ্বাস থাকবে। আজ সুযোগ এসেছে ফ্যাসিবাদী সরকার বিতাড়নের পর নতুন বাংলাদেশ গড়ার। যখন দেশে প্রশাসনের শূন্যতা বিরাজ করছিল, তখন আমাদের জাতীয়তাবাদী দলের মানুষেরা সকাল-সন্ধ্যা সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার জন্য কাজ করেছে।
তিনি আরও বলেন, আমরা মনে করি স্বাধীনতার ৫৪ বছর পর বিভিন্ন ধর্মের মানুষ বাংলাদেশকে ভালোবাসি বলেই এখানে মিলিত হয়েছি। এই দেশ আপনার, আমার, আমাদের সকলের। জাতীয়তাবাদী দল আপনাদের সাথে নিয়েই নতুন বাংলাদেশ গড়তে চায়। আমরা আপনাদের সংকটে পাশে ছিলাম। আগামীতে নতুন করে যশোর গড়তে আপনাদের সাহায্য, সমর্থন, সহযোগিতা চাই। আপনাদের যেকোনো প্রয়োজনে আমাদের পাশে পাবেন।
এসময় নীলগঞ্জ মহাশ্মশান কমিটির আহ্বায়ক অধ্যাপক অলোক কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প-িত রায়ন চক্রবর্তী, নীলগঞ্জ মহাশ্মশান কমিটির সদস্য সচিব সনৎ কুমার সাহা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, নীলগঞ্জ মহাশ্মাশন কমিটির যুগ্ম আহ্বায়ক মৃনাল কান্তি, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট যশোরের আহ্বায়ক অ্যাডভোকেট দেবাশীষ দাস, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকন, নীর্মল কুমার বিট প্রমুখ।