নিজস্ব প্রতিবেদক
যশোর সম্মিলনী ইন্সটিটিউশনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার বিকেলে সম্পন্ন হয়েছে। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা চেয়ারম্যান ও বিদ্যালয়ের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির কান্তি সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আমির হোসেন, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দীন মিঠু, শহর যুবলীগের আহ্বায়ক মাহমুদুল হাসান মিলু প্রমুখ।
অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতায় ১৮ ইভেন্টে বিজয়ী ৫৪ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৩ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।