সম্মিলিত সামাজিক জোট যশোর জেলা সংসদের শরিক সকল সংগঠনের প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে আগামী ১ বছরের জন্য নাগরিক অধিকার আন্দোলন যশোরের জেলা সমন্বয়ক শেখ মাসুদুজ্জামান মিঠুকে আহ্বায়ক ও রাঙা প্রভাত যুবকল্যাণ সংস্থার সভাপতি শরীফ এ মাস্উদ হিমেলকে সমন্বয়ক করে ৯ সদস্য বিশিষ্ট একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। গত ১৪ এপ্রিল এ কমিটি গঠন করা হয়।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন আলোর পথে নারী ও শিশু উন্নয়ন সংস্থার সভানেত্রী শাহরিয়ার সিদ্দিকী পল্লবী, মাতৃবন্ধন স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি মুর্শিদ হাসান ইমন, আস্থা সবার জন্য স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি মেহেদী হাসান শিহাব, দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমান, স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন আহ্বান যশোর এম এম কলেজ শাখার সভাপতি জুলফিকার হোসেন, প্রয়াস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক শাহীন রেজা ও বিবেক স্বেচ্ছাসেবী সংস্থা যশোরের সাধারণ সম্পাদক জি এম অভি। প্রেস বিজ্ঞপ্তি