নিজস্ব প্রতিবেদক
যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেছেন, বিদ্যালয়ের বিকল্প কোচিং সেন্টার হতে পারে না। কারণ বিদ্যালয়ে শিক্ষার্থী এমন কিছু দিতে পারে যা কোচিং সেন্টার দিতে পারে না। এজন্য অভিভাবকদের কোচিং সেন্টার বাদ দিয়ে শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে পাঠাতে হবে।
সোমবার সকালে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত ২০২২ সালে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, স্টুডেন্ট অব দ্যা মান্থের অ্যাওয়ার্ড ও সনদপত্র এবং ছাত্রীদের কারাতের বেল্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র দেবনাথের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ষষ্ঠ শ্রেণির ছাত্রী আনিশা ওয়াসিমা ও মেহনাজ আহসান অপরুপা। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ ও শিলিনা খাতুন।