অভয়নগর প্রতিনিধি
আওয়ামী সরকারের পদত্যাগ ও দল নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন ও দ্রব্যমূল্য কমানোসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের আয়োজনে কেশবপুর, মণিরামপুর ও অভয়নগরে রোববার পদযাত্রা অনুষ্ঠিত হয়।
১১-২০ জুলাই দেশব্যাপী দলের পদযাত্রার অংশ হিসাবে রোববার সকাল ১১ টায় কেশবপুর বাজার ও দুপুরে মণিরামপুর বাজারে পদযাত্রা অনুষ্ঠিত হয়। এসময় গণসংযোগের জন্য প্রচারপত্র বিতরণও করা হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সম্পাদক তসলিম উর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সম্পাদক মন্ডলীর সদস্য নাজিমউদ্দীন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সম্পাদক মন্ডলীর সদস্য জিল্লুর রহমান ভিটু, জেলা কমিটির নেতা ও কেশবপুর উপজেলা কমিটির সম্পাদক সনদ বসু হরি, জেলা কমিটির সদস্য পলাশ বিশ্বাস, মণিরামপুর উপজেলা কমিটির সম্পাদক সিরাজ হোসেন, আজিজুল ইসলাম, যুব কনভেনশনের কেন্দ্রীয় কমিটির সদস্য মনজুরুল আলম, রবিউল আলম প্রমুখ।
এরপর বিকেলে অনিল বিশ্বাসের সভাপতিত্বে শিহাটি বাজারে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
অন্যান্য দাবির মধ্যে রয়েছে- নির্বাচনী আইনের সংস্কার, জনজীবনের সংকট নিরসন, রেশনিং ব্যবস্থা চালু, বন্ধকৃত রাষ্ট্রায়ত্ত পাটকল ও চিনিকলসহ সকল কল কারখানা চালু, লুটেরা দুর্নীতিবাজ পাচারকারীদের আটক ও বিচার, পাচারকৃত সম্পদ ফেরত আনা, ডিজিটাল নিরাপত্তা আইনসহ সকল কালো আইন বাতিল, উজানে পদ্মার সাথে মাথাভাঙা- ভৈরবের সংযোগ উল্লেখযোগ্য।