নিজস্ব প্রতিবেদক
প্রেসক্লাব যশোরের সদস্য ও সাংবাদিক নেতা মহিদুল ইসলাম মন্টু (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।) মঙ্গলবার সকাল ৮ টায় যশোরের চৌগাছা উপজেলার নারায়নপুর ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামে পৈত্রিকবাড়িতে তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে তিনি গুরুতর অসুস্থ ছিলেন। বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণের পর গত প্রায় একবছর গ্রামের বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি অবিভক্ত সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সাংবাদিক ইউনিয়ন যশোরের একাধিকবার সভাপতি ছিলেন। বাংলাদেশ টেলিভিশনের যশোর প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।
এদিকে মঙ্গলবার তাঁর মৃত্যুর খবর শোনার পর বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ সামাজিক-রাজনৈতিক ব্যক্তিবর্গ মন্টুর গ্রামের বাড়িতে ছুটে যান। এদিন বাদ আছর জানাজা শেষে তাঁকে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন, সাংবাদিক ও লেখক মসিউল আজম, চৌগাছা প্রেসক্লাবে সভাপতি অধ্যক্ষ আবুজাফর, সহ সভাপতি রহিদুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল আক্তার, সাংবাদিক আসাদুজ্জামান মুক্ত, কালিমুল্লাহ সিদ্দিক, রায়হান হোসেন, ইয়াকুব আলী, মুকুরুল ইসলাম মিন্টু, হাসান মাহমুদসহ এলাকার সর্বস্তরের মানুষ।
মন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রেসক্লাব যশোর ও বিভিন্ন সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতার হলেন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, বিএফইউজে’র নির্বাহী সদস্য গোপীনাথ দাস, শাহাবুদ্দিন আলম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ।
এদিকে প্রসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান অপর এক বিবৃতিতে প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি নূর ইসলামের শ^শুর আব্দুস সামাদ খানের (৮৮) মৃত্যুতে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।