নিজস্ব প্রতিবেদক: দৈনিক লোকসমাজের সাংবাদিক ও প্রেসক্লাব যশোরের সদস্য মীর মঈন হোসেন মুসার পিতা মীর আকরাম হোসেন (৮৫) আর নেই। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেছেন। শুক্রবার জানাজা শেষে তাকে শহরের শংকরপুর জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে।
মীর আকরাম হোসেনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে প্রেসক্লাব যশোর, যশোর সংবাদপত্র পরিষদ ও যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)। বিবৃতি দিয়েছেন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন,
প্রেসক্লাব যশোর সভাপতি জাহিদ হাসান টুকুন, ভারপ্রাপ্ত সম্পাদক সরোয়ার হোসেন, যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি ফারাজী আহমেদ সাইদ বুলবুল ও সাধারণ সম্পাদক এইচআর তুহিন।
নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একইসাথে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।