মাগুরা প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকে মাগুরায় সংসদ সদস্য সাকিব আল হাসানের উদ্যোগে গরীব ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। রোববার (২৮ জুলাই) সকালে শহরের চৌরঙ্গীমোড়, পৌরসভার সম্মুখে, ভায়নামোড়, স্টেডিয়ামের সম্মুখে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু।
খাদ্যসামগ্রী বিতরণী অনুষ্ঠানে পৌরমেয়র ও যুগ্ম-সাধারণ সম্পাদক খুরশীদ হায়দার টুটুল বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও আওয়ামী লীগের আদর্শ হচ্ছে অসহায় ও দুস্থদের পাশে দাঁড়ানো। সেই আদর্শকে ধারণ করে মাগুরা জেলা আওয়ামী লীগ ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করছে।
মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান রানা আমির ওসমান রানার সঞ্চালনায় খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি বাকি ইমাম, সাকিব আল হাসান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা খন্দকার মাসরুর রেজা কুটিল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক হীরক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মীর শহীদুল ইসলাম বাবু, বাংলাদেশ আবাহনীর সাবেক অধিনায়ক মেহেদী হাসান উজ্জ্বল, সামছুর রহমান, রাশেদুজ্জামান রনি, রাব্বি আমিন সোয়ানসহ একাধিক নেতাকর্মী।