নিজস্ব প্রতিবেদক
শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার মাঠের লড়াইয়ের প্রথম দিনে দাপট দেখিয়েছে স্বাগতিক গোলাপ অঞ্চলের অ্যাথলেটরা। শুক্রবার যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে প্রতিযোগিতার ৫১তম আসরের প্রথম দিনে শেষ হওয়া ৭টি ইভেন্টের ৫টিতেই প্রথম হয়েছে খুলনা-বরিশাল উপ-অঞ্চল নিয়ে গড়া গোলাপ অঞ্চলের অ্যাথলেটরা। দুটিতে দ্বিতীয় ও একটিতে তৃতীয় হয়ে ৫৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছেন। ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পদ্ম অঞ্চলে। ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চাঁপা। সর্বশেষ স্থানে থাকা বকুল অঞ্চলের পয়েন্ট ৮।
শামস্-উল-হুদা স্টেডিয়াম ছাড়াও আরও পাঁচ ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ও যশোর শিক্ষা বোর্ডের ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতা।
এদিন অনুষ্ঠিত হয়েছে অ্যাথলেটিক্সের সাতটি ইভেন্ট, এছাড়া ছাত্র ও ছাত্রীদের দলগত ইভেন্টের মধ্যে ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন ও ছাত্রীদের হকি প্রতিযোগিতা।
শামস্-উল হুদা স্টেডিয়ামে বেলা তিনটার দিকে শুরু হয় বালক বড় গ্রুপের ১০০ মিটার দৌড় প্রতিযোগিতা দিয়েই। এই ইভেন্টে গোলাপ অঞ্চলের যশোর জেলার রায়পুর স্কুল অ্যান্ড কলেজের চয়ন কুমার বিশ্বাস ১০.৮৮ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অধিকার করেছেন। দ্বিতীয় হয়েছেন একই অঞ্চলের মেহেরপুর জেলার হোগলবাড়ীয়া মহাম্মদপুর হাজী ভরষ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের শিপন আলী ও তৃতীয় স্থান অধিকার করেছেন বকুল অঞ্চলের খাগড়াছড়ি জেলার নতুন কুড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মারুফ হাসান।
১০০ মিটার দৌড় বালিকা মধ্যম গ্রুপে পদ্ম অঞ্চলের নরসিংদী জেলার খুদি মাহমুদ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাবিনা আক্তার রুবি ১৩:১০ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন। দ্বিতীয় হয়েছেন একই অঞ্চলের কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের শাহিনুর আক্তার। এছাড়া এই ইভেন্টে তৃতীয় হয়েছেন বকুল অঞ্চলের ফেনী জেলার বিষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের নুসরাত জাহান।
৪০০ মিটার দৌড় বালক বড় গ্রুপে গোলাপ অঞ্চলের কুষ্টিয়া জেলার কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী খাজা ওসমান হারুনী দীপু ৫৩:১৯ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অধিকার করেছেন। দ্বিতীয় হয়েছেন গোলাপ অঞ্চলের নড়াইল জেলার লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ইসতিয়াক আহমেদ দীপু এবং চাঁপা অঞ্চলের খুজবী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ইমন প্রাং হয়েছেন তৃতীয়।
আরও পড়ুন; কালেক্টরেট ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
৪০০ মিটার দৌড় বালক মধ্যম গ্রুপে পদ্ম অঞ্চলের ঢাকা জেলার পাতিলঝাপ উচ্চ বিদ্যালয়ের আরাফাত হোসেন প্রথম, চাঁপা অঞ্চলের পাবনা জেলার সোনাতলা উচ্চ বিদ্যালয়ের রোহান হোসেন দ্বিতীয় এবং গোলাপ অঞ্চলের যশোর জেলার বাঘারপাড়া সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার ইয়াছিন আরাফাত তৃতীয় হয়েছেন।
দীর্ঘ লাফ বালক মধ্যম বিভাগে গোলাপ অঞ্চলের পটুয়াখালী জেলার বেতাগী শিকদারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ওলিউল্লাহ জাবেদ প্রথম হয়েছেন। দড়ি লাফ বালিকা বড় গ্রুপে গোলাপ অঞ্চলের খুলনা জেলার ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সামিয়া সুলতানা প্রথম স্থান অধিকার করেন।
উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে ছাত্র ক্রিকেটে পদ্ম অঞ্চলের ঢাকা জেলার কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ ১২১ রানে পরাজিত করে বকুল অঞ্চলের সিলেট জেলার জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়কে।
শামস্-উল হুদা ফুটবল একাডেমি মাঠে ছাত্রী ক্রিকেটে গোলাপ অঞ্চলের ঝিনাইদহ জেলার ফজর আলী গালর্স স্কুল এন্ড কলেজ ১১৩ রানে হারায় চাঁপা অঞ্চলের দিনাজপুর জেলার সারেদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়কে।
নাদিরা ইসলাম স্মৃতি ইনডোর ভলিবল গ্রাউন্ডে ছাত্র ভলিবলে বকুল অঞ্চলের বান্দরবন জেলার কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজ ২-০ সেটে চাঁপা অঞ্চলের রাজশাহী জেলার জামিরা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। ছাত্রী ভলিবলে গোলাপ অঞ্চলের পটুয়াখালি বেতাগি সিকদারিয়া মাধ্যমিক বিদ্যালয় ২-০ সেটে পদ্ম অঞ্চলের ঢাকার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজকে হারায়।
বাস্কেটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত বাস্কেটবলে গোলাপ অঞ্চলের খুলনা জিলা স্কুল ৭৭-৫৫ পয়েন্টে চাঁপা অঞ্চলের দিনাজপুর ডাসমারি উচ্চ বিদ্যালয় হারায়। ছাত্রী বাস্কেটবলে গোলাপ অঞ্চলের যশোরের প্রগতি মাধ্যমিক বিদ্যালয় ৪৭-২৬ পয়েন্টে চাঁপা অঞ্চলের দিনাজপুর জেলার সেন্ট ফিলিপস হাই স্কুলকে পরাজিত করে।
শামস্-উল হুদা স্টেডিয়ামে ছাত্রী হকিতে গোলাপ অঞ্চলের বরিশালের শেরে-ই-বাংলা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৫-০ গোলে বকুল অঞ্চলের কুমিল্লা জেলার নবাব ফয়েজুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরাজয়ের স্বাদ দেয়। দ্বিতীয় ম্যাচে পদ্ম অঞ্চলের কিশোরগঞ্জ জেলার আরজত আতরজান উচ্চ বিদ্যালয় ২-০ গোলে রাজশাহী জেলার দামকুড়াহাট উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।
জিমনেসিয়ামে অনুষ্ঠিত ব্যাডমিন্টন ছাত্রী দ্বৈত প্রতিযোগিতায় গোলাপ অঞ্চলের সেবা সংঘ উচ্চ বিদালয় ২-১ সেটে হারায় সিলেটের স্কলাস হোমকে। একক প্রতিযোগিতায় চাঁপা অঞ্চলের পাবনা জেলার দারুল উলুম মারকাযিয়া দাখিল মাদ্রাসা ২-০ সেটে পদ্ম অঞ্চলের ময়মনসিংহ জেলার গভঃ ল্যাবরেটরি হাই স্কুলকে হারায়।
ব্যান্ডমিন্টন ছাত্র দ্বৈত প্রতিযোগিতায় গোলাপ অঞ্চলের বাগেরহাট জেলার বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ ২-১ সেটে বকুল অঞ্চলের সিলেটের হবিগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজকে এবং এককে চাঁপা অঞ্চলের দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয় ২-১ সেটে পদ্ম অঞ্চলের কিশোরগঞ্জ জেলার নানশ্রী উচ্চ বিদ্যালয়কে হারায়।
টেবিল টেনিস ছাত্রী এককে চাঁপা অঞ্চলের রাজশাহী আমগাছি উচ্চ বিদ্যালয় ৩-০ সেটে ময়মনসিংহ গভঃ ল্যাবরেটরি হাইস্কুলকে ও দ্বৈত প্রতিযোগিতায় বকুল অঞ্চলের বান্দরবন জেলার কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজ ৩-০ সেটে গোলাপ অঞ্চলের নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে হারায়।
টেবিল টেনিস একক ছাত্র প্রতিযোগিতায় চাঁপা অঞ্চলের রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ৩-১ সেটে পদ্ম অঞ্চলের ঢাকা জেলার সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজয়ের স্বাদ দেয়। একই ইভেন্টের দ্বৈততে বকুল অঞ্চলের বান্দরবনের কোয়ান্টাম কসমো ৩-২ সেটে হারায় গোলাপ অঞ্চলের নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়কে।
আরও পড়ুন: নেপালকে উড়িয়ে সাফ শুরু বাংলাদেশের
