নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্যসহ দুইজনকে সাময়িক বহিস্কার করা হয়েছে। একই সাথে তাদের সদস্য পদও স্থগিত করা হয়। ৭ মার্চ সংগঠনের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক হারুণ অর রশিদ ফুলু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত ৬ মার্চ সাতক্ষীরার কলারোয়া পুলিশ অস্ত্রসহ ৬ জনকে আটক করে। এরমধ্যে যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান ও সদস্য সাইদুল রয়েছে। এরমধ্যে মিজানুর রহমান গুলিবিদ্ধ হন। গুরুতর অপরাধে জড়ানোর কারণে ইউনিয়নের ভারমূর্তি ক্ষুন্ন হয়েছে মনে করে সংগঠনটি। একারণে ৭ মার্চ জরুরি সভা করেন তারা। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আজিজুল আলম মিন্টু। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু, সহসভাপতি শাহেদ হোসেন জনি, রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ষষ্টি দত্ত, কোষাধ্যক্ষ আবদুল ওয়াদুদ প্রমুখ।
সভায় গুরুতর অপরাধে জড়ানোর কারণে সংগঠনের স্বার্থে মিজানুর রহমান ড্রাইভার ও সাইদুল ড্রাইভারকে সাময়িক বরখাস্ত ও সদস্যপদ স্থগিত করা হয়েছে।
